ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে ২ ট্রলার ডুবি, ১৪ জেলের সবাই উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
বঙ্গোপসাগরে ২ ট্রলার ডুবি, ১৪ জেলের সবাই উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আবারও এফবি সোহেল ও এফবি সুজন নামের দুইটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরের দিকে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় পাশ্ববর্তী অন্য একটি ট্রলার গিয়ে ওই দুই ট্রলারে থাকা ১৪ জন জেলেদের উদ্ধার করেছে।

উদ্ধার জেলেদের বাড়ি এবং ট্রলার মালিক সোহল ও সুজনের বাড়ি মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা।

তিনি জানান, আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলার দু'টি ডুবে যায়। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে জেলেরা ট্রলাগুলো উদ্ধারে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।