ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সমালোচনার মুখে কয়েকটি ক্ষেত্রে কোর্ট ফি পুনর্নির্ধারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

ঢাকা: আইনজীবীদের সমালোচনার মুখে কয়েকটি ক্ষেত্রে কোর্ট ফি পুনর্নির্ধারণ করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে সরকার।

গত ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া কোর্ট ফি অনুযায়ী পাওনা টাকা আদায়ে মামলা দায়েরের জন্য মোট দাবিকৃত টাকার ১৫ শতাংশ হারে কোর্ট ফি নির্ধারণ করা হয়েছিল।

এখন তা কমিয়ে আড়াই শতাংশ করা হয়েছে। তবে তা সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি হবে না।

জমি সংক্রান্ত বিষয়ক মামলায় নতুন কোর্ট ফি নির্ধারণ করা হয়েছিল ১০ শতাংশ হারে। এখন সেটা কমিয়ে দুই শতাংশ করা হয়েছে। তবে তা সর্বোচ্চ ৪০ হাজার টাকার বেশি হবে না।

এছাড়া, কাস্টমস বা এক্সাইজ বিভাগের কোনো কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করার জন্য কোর্ট ফি ধরা হয়েছিল ২০০ টাকা। এখন তা কমিয়ে ২০ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের কোর্ট ফি পুনর্নির্ধারণের কথা জানান।

এ বিষয়ে তিনি বলেন, ‘কয়েকটি ক্ষেত্রে কোর্ট ফি বাড়ানোর বিষয় আমাদের চোখ এড়িয়ে গিয়েছিল। এখন তা আবার সংশোধন করা হয়েছে। নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করেই এটা করা হয়েছে। তবে বিত্তবানদের ক্ষেত্রে কোর্ট ফি কিছুটা বাড়ানো হয়েছে। ’

আইনমন্ত্রী আরও বলেন, ‘ফি খুব এটা বাড়েনি জেনেও আইনজীবীরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে ফি কমানো হয়েছে। ’

গত ১ আগস্ট কোর্ট ফি (সংশোধনী) আইন, ২০১০-এর প্রজ্ঞাপন জারি করা হয়। ১ সেপ্টেম্বর থেকে এ আইন কার্যকর হয়।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।