ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় মাথায় ইট পড়ে মাদরাসাছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
কুমিল্লায় মাথায় ইট পড়ে মাদরাসাছাত্রী নিহত

কুমিল্লা: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ বাজারে মাথায় ইট পড়ে সালমা আক্তার (১৯) নামে এক মাদরাসার ছাত্রী নিহত হয়েছেন।  

সালমা লালমাই বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বথতলার প্রবাসী আবদুল ওয়াদুদের মেয়ে।

 

বুধবার (১৭ আগস্ট) উপজেলা পরিষদ সংলগ্ন বাগমারা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদরাসার তৃতীয় তলার সিঁড়ি রুমের দেয়াল ভেঙে মাথায় ইট পড়লে তিনি মারা যান। এসময় আহত হন তাসফিয়া নামে অপর এক ছাত্রী। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
মাদরাসা সূত্রে জানা যায়, সালমা এ মাদরাসার মিশকাত শ্রেণিতে পড়তেন। আহত তাসফিয়া বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা এলাকার ইব্রাহিম খলিলের মেয়ে।  

বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, নিহত সালমার পরিবার মামলা না করায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে স্থানীয় সংবাদকর্মীরা বক্তব্য নিতে গেলে তাদের সঙ্গে মাদরাসার অধ্যক্ষ হাফেজ মিজানুর রহমান অশোভন আচরণ করেন।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।