ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতিরপুল বাজারে অভিযান, পচা মাছ-মাংস জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
হাতিরপুল বাজারে অভিযান, পচা মাছ-মাংস জব্দ 

ঢাকা: রাজধানীর হাতিরপুল বাজার থেকে পচা মাছ-মাংস জব্দ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (১৭ আগস্ট) দুপুর আড়াটার দিকে হাতিরপুল বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে একটি সমন্বিত মোবাইল কোর্ট ও বাজার মনিটরিংয়ে কার্যক্রমে এসব মাছ-মাংস জব্দ করা হয়।

ওই দোকানে থাকা নান্নু মিয়া বলেন, এটি বাবুল মিয়ার মাংসের দোকান। তিনি এসব মাংস যাত্রাবাড়ী থেকে এনেছেন। কর্মচারীদের দিয়ে সেগুলো বিক্রি করা হতো। এই মাংস ৬৭০ টাকা দরে কিনে ৭৫০ টাকা বিক্রি হয় বলে জানিয়েছেন তিনি।

এ সময় নিরাপদ খাদ্যের সদস্য শাহনেওয়াজ দিলরুবা খানম বলেন, প্রথম দোকানে পাওয়া প্রায় ২০ কেজি মাংস সেটা পচা এবং গন্ধ ছড়াচ্ছে। দ্বিতীয় দোকানের মাংসগুলো পচা কিনা সেটি পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে।

এরপর হাতিরপুল বাজারে একইভাবে মাছের দোকানগুলো থেকে প্রায় ২০ কেজির মতো মাছ জব্দ করা হয়। যেগুলো পচা ছিল।

এদিকে অভিযান পরিচালনার সময় বাজারের অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান।  

নিরাপদ খাদ্য সবার জন্য নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান শাহনেওয়াজ দিলরুবা খানম।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এমএমআই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।