ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইজিসিসিতে দুই বইয়ের প্রকাশনা উৎসব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
আইজিসিসিতে দুই বইয়ের প্রকাশনা উৎসব

ঢাকা: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অধ্যাপক আনোয়ারুল করিমের লেখা বই, 'আ গিফট অফ দ্য মেজাই টু দ্য ওয়েস্ট' এবং 'গ্লিম্পসেস অফ বেঙ্গল-হিজ এক্সট্যাসি অ্যান্ড অ্যাগনি' -এর প্রকাশনা উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার -আইজিসিসি।  

মঙ্গলবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে বই দুটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ ভারত ও বাংলাদেশের অনন্য বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যে গুরুদেবের অবদান তুলে ধরেন এবং ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র যেভাবে ঠাকুরের ঐতিহ্যকে তুলে ধরার জন্য নিয়মিতভাবে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে সে ব্যাপারে আলোকপাত করেন।

তিনি আরও মনে করিয়ে দেন, রবিঠাকুরের ঐতিহ্য রক্ষার প্রচেষ্টায় ভারতীয় হাইকমিশন রবিঠাকুরের জন্মস্থান শিলাইদহে ১৮.১৭ কোটি টাকা ব্যয়ে একটি রবীন্দ্র ভবন প্রতিষ্ঠায় সহায়তা করেছে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
টি আর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।