ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভিযোগ: জাবিতে সিনিয়র শিক্ষক জুনিয়রকে চড় মেরেছেন

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

জাবি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক জুনিয়র শিক্ষককে চড় মেরেছেন বিভাগেরই এক সিনিয়র শিক্ষক। বৃহস্পতিবার বিভাগের সাপ্তাহিক সভা চলাকালে এ ঘটনা ঘটে।



বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বিভাগের সাপ্তাহিক সভা অধ্যাপক আইনুন নাহারের সভাপতিত্বে শুরু হয়। সভায় স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ বন্টন সম্পর্কিত আলোচনার সময় বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহজালাল জুনিয়র শিকদের ক্লাশ না দেওয়ার প্রস্তাব দেন।

কারণ হিসেবে তিনি স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকদের সুসম্পর্ক থাকায় পরীক্ষাপত্র মূল্যায়নে তারা প্রভাবিত হতে পারেন বলে উল্লেখ করেন।   কিছুদিন আগে নিয়োগ পাওয়া  জুনিয়র শিক্ষক ইব্রাহিম খালেদ এর প্রতিবাদ জানান। এতে অধ্যাপক  শাহজালাল ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম খালেদকে চড় মারেন। পরে ইব্রাহিম খালেদ এ নিয়ে অন্যান্য শিক্ষকদের সামনে অধ্যাপক শাহজালালকে গালিগালাজ করেন।

এ বিষয়ে বিভাগের প্রভাষক ইব্রাহিম খালেদ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হবে। ’

অধ্যাপক মোহাম্মদ শাহজালাল ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘বিভাগের সবাই আমার সন্তানতুল্য। ’ এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক আইনুন নাহার বলেন, ‘বিষয়টা আপনাদের (সাংবাদিকরা) জানা দরকার বলে  মনে করছি না। এটা নিয়ে একটা প্রক্রিয়ার মধ্যে আছি। ’

উল্লেখ্য, ইব্রাহিম খালেদ ওই বিভাগের ৩২ তম ব্যাচের ছাত্র ছিলেন। ৩৪ তম ব্যাচের শিক্ষাথীরা বর্তমানে স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত।    

বাংলাদেশ সময়: ১৭৫৫ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।