ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে দরিদ্র রোগীরা পেলেন ৪৭ লাখ টাকার অনুদানের চেক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
মেহেরপুরে দরিদ্র রোগীরা পেলেন ৪৭ লাখ টাকার অনুদানের চেক

মেহেরপুর: মেহেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগতভাবে হ্রদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের মধ্যে ৪১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ আগস্ট) বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে চেকগুলো বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি ছিলেন।

মেহেরপুর জেলার ৮১ জন রোগীর মধ্যে জাতীয় সমাজকল্যান পরিষদ ২০২১-২০২২ অর্থ বছরে এ অনুদান বরাদ্দ দেয়। এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত ১৩৪ জন দরিদ্র রোগীর হাতে আরও পাঁচ লাখ ২৪ হাজার টাকার চেক তুলে দেন তিনি।

মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, মেহেরপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মেহেরপুর শহর সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন ও সহসভাপতি রাহিনুর জামান পলেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।