ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর কদমতলীতে এক শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
রাজধানীর কদমতলীতে এক শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর কদমতলীর ঢাকা মেস এলাকায় একটি স্টিলমিলে কাজ করার সময় মাথায় আঘাত পেয়ে আমিন উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে এম. হাসান ইন্ডাস্ট্রিজ লি. নামে স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯ টায় তাকে মৃত ঘোষণা করেন।

আমিন উদ্দিনের সহকর্মী মো. মনির হোসেন জানান, তারা স্টিল মিলে শ্রমিকের কাজ করেন। মিলের ভিতরে সকালে মাথায় রড বহন করছিলেন আমিন। তখন হোঁচট খেয়ে পড়ে যান তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সহকর্মীরা শুধু তার গ্রামের বাড়ি শরীয়তপুর বলে জানাতে পেরেছেন। এছাড়া আর বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২ 
এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad