ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় নিয়োগ পরীক্ষায় হামলা : আরও এক জন গ্রেফতার

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

পাবনা :পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় হামলার ঘটনায়  আরও এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জনি (২৮) ।



বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে শহরের ডিসি রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। জনি পৌর এলাকার কৃষ্ণপুর মহল্লার মৃত আমীর হোসেন কামরানের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জেলা প্রশাসনের দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হলো।

এর আগে বুধবার ওই মামলায় সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হায়দার খান রনি (২৫), তার সহযোগী সরোয়ার হোসেন (২৮), জেলা যুবলীগের সহ-স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুজন (৩৫), তার সহযোগী মান্নান (৩২) এবং শনিবার জেলা যুবলীগের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তরিকুল ইসলাম রায়হানকে (২৮) গ্রেফতার করে।

বাংলাদেশ সময় : ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।