ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেহেশতের উক্তি ‘কথার কথা’, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
বেহেশতের উক্তি ‘কথার কথা’, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

ঢাকা : দেশের মানুষ বেহেশতে আছে- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনর এ উক্তি কথার কথা ছিল। এমন দাবি খোদ মন্ত্রীর।

রোববার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাসলেতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ দাবি করেন।

মন্ত্রী বলেন, আমি তো বেহেশত কথার কথা বলেছি।

গত পরশু আমাকে প্রশ্ন করা হয়েছিল- আমাদের ইকোনমিক অবস্থা কেমন? আমি বলেছিলাম, আমরা তো ভালো করছি। এই কোভিডের সময় গত বছর জিডিপির গ্রোথ ছিল ৬ দশমিক ৯৪। তবে আমরা ভালো করার চেষ্টা করছি।

মোমেন বলেন, আমরা জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিয়েছি। সে কারণে আমাদের দাম বেড়েছে ৭ শতাংশ। আমেরিকায় বাড়ছে ৯ দশমিক ১ শতাংশ, যুক্তরাজ্যে বেড়েছে, তুরস্কে বেড়েছে, পাকিস্তানে বেড়েছে ৩৭ শতাংশ, মিয়ানমারে বেড়েছে ১৫০ শতাংশ। সেদিক থেকে আমরা তো অনেক ভালো আছি।

আফগানিস্তানে মসজিদে গেলে লোক মারা যায়, কোনো কোনো দেশে শপিং মল, স্কুলে লোকজন মেরে ফেরা হয়। বাংলাদেশ তেমন বাজে অবস্থায় নেই। তাই আমরা অনেক ভালো আছি। অনেকটা বলতে পারেন বেহেশতে আছি।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হেসে ফেলেন মন্ত্রী। বলেন, আপনারা আমাকে ধরে ফেললেন। আই অ্যাম সরি। আমি তো বেহেশত কথার কথা বলেছি। কিন্তু আপনারা আমাকে খেয়ে ফেললেন।

মন্ত্রীর উক্তি নিয়ে আলোচনা ও এ ব্যাপারে সংবাদ প্রকাশ ‘মিডিয়ার স্বাধীনতা খর্ব করা’ বলে উল্লেখ করেন তিনি। ড. আব্দুল মোমেন বলেন, এটি হলো বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা খর্ব করা। আমি কি খর্ব করেছি? আমি কিছু করলে আপনারা ক্রিটিসাইজ করতে পারেন। আই ডোন্ট মাইন্ড। ইট ডাজ নট ম্যাটার। তবে, আগামীতে আমি সাবধানে থাকবো। আমি শিক্ষক মানুষ। খোলামেলা মানুষ। যেটা মনে করি সেটাই বলে ফেলি। আমার দলও আমাকে বলেছেন, এই পজিশনে ভালো কথা বলা দরকার।

গত শুক্রবার (১২ আগস্ট) সিলেটে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ‘দেশের মানুষ বেহেশতে আছে’ বলে উক্তি করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সংবাদ প্রকাশের পর সারা দেশে সমালোচনার ঝড় ওঠে।

বাংলাদেশ সময় : ১৯৪৭ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০২২
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।