ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে মোটরসাইকেল খাদে পড়ে স্কুল শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
ফরিদপুরে মোটরসাইকেল খাদে পড়ে স্কুল শিক্ষার্থী নিহত প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাইম আলী (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইম উপজেলার মিটাইন গ্রামের লিয়াকত আলী খানের ছেলে। সে স্থানীয় মিটাইন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা যায়।

স্থানীয়রা জানান, সাইম ও তার এক বন্ধু মোটরসাইকেলে করে দাওয়াত খেতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে আমডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে নওয়াপাড়া মোড় এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় পথচারীরা সাইমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় এক স্কুলছাত্র নিহত হয়েছে।  

ওসি জানায়, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।