ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জোয়ারে তলিয়ে গেছে মজুচৌধুরীর হাটের লঞ্চ-ফেরি ঘাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
জোয়ারে তলিয়ে গেছে মজুচৌধুরীর হাটের লঞ্চ-ফেরি ঘাট

লক্ষ্মীপুর: মেঘনার অতিরিক্ত জোয়ারে ডুবে গেছে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটের ফেরি ও লঞ্চঘাট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও যানবাহনের চালকরা।

শনিবার (১৩ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, জোয়ারের পানিতে ডুবে যাওয়া ঘাটে আটকা পড়ে আছে বিভিন্ন ধরনের যানবাহন। ফেরিঘাটে অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। পাটাতন চলে গেছে পানির নিচে। ঘাটের আশ পাশেও পানি উঠে পড়েছে।

বিকেলের দিকে ঘাটে কুসুমকলি নামে একটি ফেরি আটকে ছিল। সন্ধ্যায় ভাটা পড়লে ফেরিতে যানবাহন ওঠা-নামা শুরু করে।

স্থানীয়রা জানায়, পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীতে গত কয়েকদিন থেকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

ফলে ফেরিঘাটের রাস্তা পানির নিচে তলিয়ে যায়। রাস্তায় পানি থাকায় ফেরিতে যানবাহন ওঠা-নামা করতে পারে না। ঘণ্টার পর ঘণ্টা ফেরিতে যানবাহন আটকে থাকে।

শনিবার অন্যান্য দিনের তুলনায় বেশি পানি প্রবাহ হয়।

মজুচৌধুরীর হাট ফেরিঘাটের ব্যবস্থাপক কাজী জাহিদুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময় : ২০২৬ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।