ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

এস বাসু দাশ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করার দায়ে বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরে ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে শহরের স্টেডিয়াম ফার্নিচার মার্কেটে অভিযান চালানো হয়।

এ সময় ফার্নিচার ব্যবসায়ী দোলন দাশের কাছ থেকে নগদ ২০ হাজার টাকাসহ বিভিন্ন দোকান থেকে সর্বমোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ওই মার্কেটের ব্যবসায়ী ইব্রাহীম খলিল বাংলানিউজকে জানান, অভিযুক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।