ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়ল ৫০ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
গাজীপুরে আগুনে পুড়ল ৫০ ঘর

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কলোনির ৫০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় টিনশেডের কলোনিতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরমধ্যেই আগুনে ওই কলোনির ৫০টি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
আরএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।