ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন, ২ কর্মী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, আগস্ট ১২, ২০২২
ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন, ২ কর্মী নিহত  প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারার দফাদার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের শরিফুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট।  

নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে ভেড়ামারা-দৌলতপুর সড়কের ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে আগুন লাগে। এতে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
প্রাথমিকভাবে জানা গেছে দুজনই ওই ফিলিং স্টেশনের কর্মী। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় তা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।