ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দিইনি: তথ্যমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দিইনি: তথ্যমন্ত্রী

রাজশাহী: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো দুষ্কৃতকারীদের আমরা রাজপথ ইজারা দিইনি। তারা রাজপথ দখল করে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করবে।

সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে দেবেন না। বিএনপির ব্যানারে দেশে দুষ্কৃতিকারীরা আবার যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে, সে জন্যই আগামী মাস থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখবো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির তথাকথিত বুদ্ধিজীবীরা বলেছিল করোনায় দারিদ্রতা বাড়বে। সেখানে উল্টো কমেছে। আইএমএফের আরেকটি রিপোর্ট বলছে মাথাপিছু আয়ে আমরা ভারতকেও ছাড়িয়ে গেছি। আইএমএফের রিপোর্ট অনুযায়ী করোনাকালে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আমাদের ১ শতাংশ দারিদ্রতা কমেছে।

সভায় সভাপতিত্ব করেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডা. তবিবুর রহমান শেখ প্রমুখ।

সভা সঞ্চালনা করেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া ৬টায় তথ্যমন্ত্রী আকাশপথে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছান। এরপর রাজশাহী সার্কিট হাউজে যান। পরে রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে যান। আগামীকাল শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টায় তথ্যমন্ত্রী মোহনপুর সরকারি হাইস্কুল প্রাঙ্গণে যাবেন।

সেখানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন তিনি।

অনুষ্ঠান শেষে এদিন সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যাবেন।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।