ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিম্ন আয়ের মানুষদের জন্য ডিএনসিসির কবরস্থানে ফি ১০০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
নিম্ন আয়ের মানুষদের জন্য ডিএনসিসির কবরস্থানে ফি ১০০ টাকা

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোতে দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাধারণ কবরের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা ধরা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মানুষকে কবর সংরক্ষণে নিরুৎসাহিত করার লক্ষ্যে ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন কবরস্থানে শুধুমাত্র পুনঃকবরের রেজিস্ট্রেশন ফি বর্ধিত করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বনানী কবরস্থান ব্যতীত অন্যান্য কবরস্থানসমূহে কবরের উপর পুনঃকবর দেওয়ার জন্য ৩০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বনানী কবরস্থানে পুনঃকবরের জন্য ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২য় পরিষদের ১৪তম কর্পোরেশন সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
এমএমআই/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।