ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে দু:স্থ নারীদের জন্য ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

রাজশাহী: রাজশাহী মহানগরীর লোকনাথ হাই স্কুল প্রাঙ্গণে বৃহস্পতিবার দু:স্থ নারীদের জন্য বিনামূল্যে ‘সুস্থ নারী, সুস্থ পরিবার’ শীর্ষক  দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ক্যাম্প উদ্বোধন করেন।



রবি’র সহযোগিতায় ও মেরী স্টোপস কিনিকের আয়োজনে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবি’র রাজশাহীর রিজিওনাল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, রাজশাহী মেরী স্টোপস কিনিক ম্যানেজার আলাউদ্দিন, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রবি’র এরিয়া ম্যানেজার মাহাবুব হোসেন প্রমুখ।

দিনব্যাপী এ ক্যাম্পে ৬০০ জন মহিলা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।