ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় মৃদু ভূমিকম্প অনুভূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০২২
খুলনায় মৃদু ভূমিকম্প অনুভূত

খুলনা : খুলনার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ কম্পন অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পটি ৩ সেকেন্ড স্থায়ী ছিল। মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে হওয়া এ ভূকম্পনে কোথাও কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা কত ছিল, তা জানতে অপেক্ষা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

আজাদ বলেন, ঢাকা থেকে তথ্য সংগ্রহের পার আমরা ভূমিকম্পের মাত্রা সম্পর্কে জানতে পারব।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ১১ আগস্ট, ২০২২
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।