ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে গণপূর্তের অতি‌রিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে গণপূর্তের অতি‌রিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

গোপালগঞ্জ: গণপূর্ত ঢাকা জো‌নের অতি‌রিক্ত প্রধান প্রকৌশলী মো. মোস‌লেহ উ‌দ্দীন আহাম্মদ জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধি‌তে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন।

মঙ্গলবার (০৯ আগস্ট) বি‌কে‌লে তি‌নি গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বেদী‌তে পষ্পস্তবক অর্পণ ক‌রে শ্রদ্ধা জানান।

প‌রে তি‌নি বঙ্গবন্ধু ও তাঁর প‌রিবা‌রের শহীদ সদস‌্যদের রূ‌হের মাগ‌ফেরাত কামনায় ফা‌তেহ‌াপাঠ ও বি‌শেষ মোনাজা‌তে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ গণপূর্ত বিভা‌গের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপ‌বিভাগীয় প্রকৌশলী দীপক চন্দ্র শীল, উপ‌বিভাগীয় প্রকৌশলী (ই/এম) তন্ময় কর্মকারসহ গণপূর্ত বিভা‌গের প্রকৌশলীগণ উপ‌স্থিত ছি‌লের।

আগামী ১৫ আগস্ট জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৭তম শাহাদাৎ বা‌র্ষিকী ও জাতীয় শোক দিব‌সের রাস্ট্রীয় কর্মসূ‌চি‌তে অংশ নি‌তে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা টু‌ঙ্গিপাড়ায় আস‌বেন। প্রধানমন্ত্রীর আগমন উপল‌ক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌ‌ধে প্রস্তু‌তিমূলক ও রক্ষণা‌বেক্ষণ কাজ তদার‌কি কর‌তে অতি‌রিক্ত প্রধান প্রকৌশলী টু‌ঙ্গিপাড়া আ‌সেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ১০০২ ঘণ্টা, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।