ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে সাইদুল হোসেন (৬) ও আতিয়া ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটিনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাইদুল হোসেন চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের মমিনপুর গ্রামের রানা বেপারীর ছেলে। শিশুটি বাবা-মায়ের সঙ্গে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড টোরাগড় গ্রামের সরকার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে।

অপর নিহত শিশু আতিয়া ইসলাম হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনি গ্রামের প্রবাসী দিদার হোসেনের মেয়ে।

সাইদুলের বাবা রানা জানান, বেলা ১১টার দিকে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে খেলতে যায় সাইদুল। খেলা শেষে স্কুলের পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় সে। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে আতিয়া ইসলাম নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পুকুর পাড়ে এসে দেখেন শিশুটি ভাসছে। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বাংলানিউজকে বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ শেষে নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad