ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালি বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকালে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অতশী বিশ্বাস ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামে এই ঘটনা ঘটে। তবে হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত শেফালি বেগম ওই গ্রামের লাবলু শেখের স্ত্রী।

স্থানীয়রা জানান, শেফালি বেগম বাড়ির পাশের একটিবাগানে বাঁশ কাটতে যান। এসময় অসাবধানতাবশত বাঁশটি বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎতাড়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।