ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: ফল স্থগিতের আবেদন খারিজ

শরীফ সুমন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

রাজশাহী: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিতের দাবিতে রাজশাহীতে দায়েরকৃত মামলার আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটির শুনানি শেষ হয়।



বাদিপরে আইনজীবী অ্যাডভোকেট আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, রাজশাহীর সদর সিনিয়র সহকারী জজ মোহাম্মদ এমদাদুল হকের আদালতে বুধবার মামলার শুনানি হয়। বৃহস্পতিবার এক আদেশে এজাহারে বর্ণিত সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিতের আবেদন খারিজ করে দেন আদালত। একই সঙ্গে মামলার আর কোনো আবেদন থাকলে আগামি ৪ অক্টোবর তার শুনানি ধার্য্য করেন।

প্রসঙ্গত, সদ্য প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলে পৌষ্য কোটা পূরণ না করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগে মঙ্গলবার আদালতে এ মামলা দায়ের করা হয়।

আফজাল হোসেন নামে বাগমারা উপজেলার এক প্রার্থী মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।