ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, আগস্ট ৯, ২০২২
আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল

বরিশাল: বরিশালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়েছে।

মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নগরের নতুন বাজার এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে এই মিছিল বের করা হয়।

এ সময় তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা ইয়া হাসান,ইয়া হোসেন বলে স্লোগান দিতে থাকেন।

মিছিলের শুরুতে একটি বর্ণাঢ্য তাজিয়া নিয়ে যাওয়া হয়। এছাড়া বাদ্য বাজনাসহকারে প্ল্যাকার্ড ও নানা রঙের পতাকা আহন করা হয়।

পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি মো. বাদশা ফকিরের নেতৃত্বে তাজিয়া, বিভিন্ন ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, কালো ও বিভিন্ন রঙেন পতাকা নিয়ে মিছিলটি আগুরা রোড, সদর রোড, হাসপাতাল রোড হয়ে আবার নতুন বাজার গিয়ে শেষ হয়।

অপরদিকে মিছিল দেখতে উৎসুক জনতা রাস্তার দুপাশে ভিড় জমায়। তবে নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে অবস্থান করছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ