ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভোলায় মেঘনার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ৯, ২০২২
ভোলায় মেঘনার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলা: ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ভোলা সদরের বাঁধের বাইরের ধনিয়া ও রাজাপুরসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন নদীপাড়ের মানুষ।

পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতঘরসহ বিভিন্ন স্থাপনা। নিচু এলাকা প্লাবিত হয়ে কষ্টে দিন কাটাচ্ছেন মানুষ।

এদিকে অতি জোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট তলিয়ে গেছে। এতে ফেরিতে উঠতে পারছে না কোনো যানবাহন। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নদীতে মাছ ধরতে দেখা গেছে জেলেদের। জোয়ারে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মদনপুর, মাঝের চর দ্বীপের বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামানান জানান, মেঘনার পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নিচু এলাকা প্লাবিত হয়েছে, তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।