ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএসএমএমইউ থেকে কাশিমপুর কারাগারে বাবর

আবুল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

গাজীপুর: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বুধবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজনসেল থেকে গাজীপুরের কাশিমপুর  কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে কারা সূত্র জানায়।


 
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তার করে লুৎফুজ্জামান বাবরকে দেশের বিভিন্ন কারাগারে রাখা হয়। তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয় এ বছরের ৫ এপ্রিল।

পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতিক্রমে তাকে ৩০ মে থেকে বিএসএমএমইউ-এর প্রিজনসেলে চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসাশেষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।