ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

স্কুলছাত্রের ধর্ষণের শিকার কলেজছাত্রী!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, আগস্ট ৮, ২০২২
স্কুলছাত্রের ধর্ষণের শিকার কলেজছাত্রী! প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুল ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার (৭ আগস্ট) এ ঘটনায় ওই ছাত্রীর বাবা মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত স্কুল ছাত্রের বাড়ি পূবাইল থানা এলাকায়। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।

জানা গেছে, অভিযুক্ত স্কুল ছাত্রের সঙ্গে একই এলাকার কলেজ ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করার কথা বলে গত ২৯ মে বিকেলে ওই ছাত্রীর বাসায় গিয়ে ফুসলিয়ে শারিরিক সম্পর্ক করে সে। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে ওই ছাত্র। একপর্যায়ে ভুক্তভোগী তার প্রেমিক স্কুল ছাত্রকে বিয়ে করতে বললে ওই ছাত্র অপারগতা প্রকাশ করে। পরে বিষয়টি ওই ছাত্রের পরিবারকে জানানো হলে তারাও বিয়ে করাতে রাজি হয়নি।

পরে সেই স্কুল ছাত্রকে আসামি করে থানায় মামলা করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৮, আগস্ট ৭, ২০২২
আরএস/জেডএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।