ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

যৌতুকের জন্য মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামীসহ ৩ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
যৌতুকের জন্য মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামীসহ ৩ জন কারাগারে গ্রেফতার স্বামী, শ্বশুর ও শাশুড়ি।

দিনাজপুর: দিনাজপুরের বিরলে যৌতুকের জন্য মাথার চুল ন্যাড়া করে এক গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

এর আগে শনিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া বিলাইমারি গ্রামে এ ঘটনা ঘটে।  

নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন- নির্যাতিত গৃহবধূর স্বামী মজিবর রহমান (৩৫), শ্বশুর আব্দুল হাসিম (৬০) ও শাশুড়ি মনোয়ারা বেগম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূর সঙ্গে মজিবর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে একটি ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর শ্বশুর ও শাশুড়ির সহযোগিতায় স্বামী ২ লাখ টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুক দিতে না পারায় প্রায় সময় তাকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। এর জেরে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই গৃহবধূ ঘরে ঘুমাতে গেলে যৌতুকের দুই লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দেয় শ্বশুর ও শাশুড়ি। একইসঙ্গে সংসার ভেঙে দেওয়ার হুমকিও দেন তারা। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তার স্বামী মজিবর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ জখম হয়। একপর্যায়ে শ্বশুর ও শাশুড়ির সহযোগিতায় ওই গৃহবধূর পা বেঁধে মাথার সামনের চুল ন্যাড়া করে দেয় এবং পেছনের চুল ছোট করে দেয়। পরে সকালে ওই গৃহবধূ বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এরপর ওই গৃহবধূ তার বোনের সহযোগিতায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে বিরল থানার ভাড়প্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, নির্যাতনের শিকার ওই গৃহবধূ নিজে বাদী হয়ে তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ির নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা অভিযুক্ত তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রোববার (৭ আগস্ট) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।