ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুকুরে ডুবে জুনায়েদ নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (৭ আগস্ট) দুপুরে নগরীর ফতুল্লা থানাধীন দেওভোগের ভূইয়ারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষার্থী জুনায়েদ (৮) ভূ্ইয়ার বাগের কালাচাঁন মিয়ার ছেলে। তারা স্বপরিবারে মোকলেছ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে।

জুনায়েদ নগরীর দেওভোগের ২৮নং সরকারি বালক প্রথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্কুল শেষে বাড়ি ফিরছিল জুনায়েদ। হঠাৎ ভূইয়ারবাগে একটি পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা আসার আগেই মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, দেওভোগে জুনায়েদ নামের এক শিশু পানিতে ডুবে গেছে বলে খবর আসে। পরে আমি সেখানে ডুবুরি দল পাঠাই। তবে আমাদের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই মরদেহ ভেসে উঠায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২২
এমআরপি/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।