ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাছের পাতা কাটতে নিষেধ করায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
গাছের পাতা কাটতে নিষেধ করায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

নাটোর: গাছের পাতা কাটতে নিষেধ করায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সোহেল (২৮) নামে এক যুবক।

শুক্রবার (০৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সরকুতিয়া গ্রামের মৌজার পুকুর পাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

আহত শহিদুল ইসলাম ওই গ্রামের ইয়ানুস ওরফে ইনুর ছেলে এবং অভিযুক্ত সোহেল একই গ্রামের সাইদুর রহমানের ছেলে।

নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশে সড়কের ধারে গাছের পাতা কাটতে গিয়ে শহিদুল ইসলাম ও সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে শহিদুল ইসলাম বাড়ি থেকে তালতলা বাজারে যাওয়ার পথে মোজার পুকুর পাড়ে গেলে সোহেল ও তার লোকজন শহিদুলের পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এ অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সোহেলকে ধরতে অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।