ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে পারিবারিক কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০২২
বরিশালে পারিবারিক কবরস্থান থেকে ৭ কঙ্কাল চুরি

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার এক পারিবারিক কবরস্থান থেকে বীর মুক্তিযোদ্ধারসহ ৭ মরদেহের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে।

শুক্রবার (০৫ আগস্ট) সকালে উপজেলা বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাউধের খাল এলাকার মাঝি বাড়ির পারিবারিক কবরস্থানে ৭টি কবর খুড়ে কঙ্কাল নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার (০৪ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে শুক্রবার ভোর রাতের যেকোনো সময় চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা হাসানাত মাঝি জানান, সকালে পারিবারিক কবরস্থানের কবরগুলোতে বড় গর্ত হয়েছে বলে জানতে পারি। এরপর গর্তগুলো ভরাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিটি কবরই অনেক পুরনো বলে জানান তিনি।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের মাঝি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির অভিযোগ ওঠেছে। কবরগুলো ৫ পুরুষ ও দুই নারীর।

পরিদর্শক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বার্থীর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনু মোল্লা জানান, দুর্বৃত্তরা মাঝিবাড়ি কবরস্থান থেকে ৭ জনের কঙ্কাল চুরি করেছে, এরমধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২২
এমএস/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।