ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোর্ট ফি বাড়ানোর প্রতিবাদে গাজীপুরে আইনজীবীদের মানববন্ধন

আবুল হোসেন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

গাজীপুর: কোর্ট ফি বাড়ানোর প্রতিবাদে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত আইনজীবীরা বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও সভা করেছেন।
 
গাজীপুর আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা আদালত পাড়ায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার থেকে এক ঘণ্টাব্যাপী মানবন্ধন শেষে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।



এতে সভাপত্বি করেন ফোরামের সভাপতি অ্যাডভোকেট সুলতান উদ্দিন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. মো. শহিদুজ্জামান, অ্যাডভোকেট সোলায়মান, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।

অ্যাডভোকেট ড. মো. শহিদুজ্জামান বলেন, ৫ টাকার কোর্ট ফি ১০ টাকা, ১০টাকার বেল বন্ড ২৫ টাকা, ১০০ টাকার ওকালতনামা ১৩৫ টাকা, নিম্ন আদালতের ১০ টাকার পিটিশন ফরম ১৫ টাকা এবং জজ কোর্টের ১৫ টাকার কার্টিজ পিটিশনে ২৫ টাকার কোর্ট ফি ধার্য করা হয়েছে।

বক্তারা ওইসব ফি কমানোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।