ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

চিংড়ি মাছে জেলি পুশ, ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
চিংড়ি মাছে জেলি পুশ, ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জ : চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করায় সিরাজগঞ্জে সাইদুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এছাড়া পাঁচটি ফলের দোকান ও একটি যাত্রীবাহী বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

রনি জানান, বড় বাজারে ব্যবসায়ী সাইদুল চিংড়ি মাছে জেলি পুশ করে বিক্রি করছিলেন; এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সাইদুল ইসলাম পালিয়ে যায়। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরে পাঁচটি ফলের দোকানকে ৯ হাজার ও একটি বাসে মূল্য তালিকা না থাকায় সেটিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময় : ২১২২ ঘণ্টা, ৪ আগস্ট, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।