ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতি বিলাওয়াল ভুট্টোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতি বিলাওয়াল ভুট্টোর

ঢাকা: আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ে বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কম্বোডিয়া যাওয়ার পথে বাংলাদেশের চট্টগ্রামে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।  

বুধবার (৩ আগস্ট) যাত্রা বিরতিকালে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তাকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।

পরে উভয় মন্ত্রী একে অপরকে বই উপহার দেন।  

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রায় ৪০ মিনিট চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করেন। বিরতির সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা বার্তা দেন।  

বার্তায় বিলাওয়াল ভুট্টো বলেন, বাংলাদেশের ওপর দিয়ে যাওয়ার সময়, আমি আপনার সুস্বাস্থ্য, সুখ শান্তি এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।