ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুজিবনগরে ভুয়া চিকিৎসককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
মুজিবনগরে ভুয়া চিকিৎসককে জরিমানা

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে অভিযান চালিয়ে মো. মোমিনুল ইসলাম নামে ভুয়া এক পশু চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (০২ আগস্ট) দুপুর ২টার দিকে অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ জরিমানা করেন।

সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিস ও পুলিশের একটি টিম।

দণ্ডপ্রাপ্ত ভুয়া মোমিনুল ওই গ্রামের মোসাদ আলী শেখের ছেলে।

সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মোমিনুল ইসলাম কোনো সনদ ও চিকিৎসার স্বপক্ষে কোনো ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে এলাকায় পশু চিকিৎসা করছিলেন। তার প্রাণিসম্পদ অধিদপ্তর থেকেও নেই কোনো অনুমতি। শুধুমাত্র ওয়েভ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা থেকে কয়েকদিনের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ নিয়েই নেমে পড়েন পশু চিকিৎসায়। এছাড়া বিভিন্ন সময়ে বেসরকারিভাবে গরুর কৃত্রিম প্রজনন বাবদ নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল-মামুন, নিরাপদ খাদ্য অফিসার মো. রিয়াজ মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তাজিমুল হক।  

বাংলাদেশ সময়:  ২০২৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।