ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাস্ট ট্র্যাক লেনে ১০% টোল ছাড় 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
ফাস্ট ট্র্যাক লেনে ১০% টোল ছাড় 

ঢাকা: টোল প্লাজায় ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন ব্যবহার করলে নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

মঙ্গলবার (০২ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন টোল প্লাজাসমূহে ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন ব্যবহার করলে নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।

টোল প্লাজায় ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেনের ব্যবহারের জন্য স্মার্ট ডিভাইস বসানো হয়েছে, যাতে দ্রুত গতিতে কার্ড বা কিউআর কোর্ডের মাধ্যমে টোল দেওয়া যায়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।