ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে গ্রিল কেটে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
ফরিদপুরে গ্রিল কেটে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের এমকে ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সৌদি প্রবাসির স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩২) জানান, সোমবার দিনগত রাত ১০টার দিকে তিনি তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে এক তলা ভবনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে ঘুম ভাঙলে ঘরে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত চারজন ব্যক্তিকে দেখতে পান।

তিনি আরও জানান, পরে ওড়না দিয়ে তার মুখ ও হাত বেধে ফেলেন অজ্ঞাতরা। তাদের হাতে পিস্তল সাদৃশ্য বস্তুসহ চাকু ও চায়নিজ কুড়াল ছিল। এ সময় ডাকাতরা তার গলায় থাকা একটি স্বর্ণের চেইন, হাতে থাকা একটি আংটি ও বালা ছিনিয়ে নেন। এছাড়া একটি মোবাইল ও আলমারীতে থাকা ১২ হাজার টাকাও তারা নিয়ে যান।

ঘটনার পরে সাবিনা দেখেন যে, তার ঘরের প্রধান গেটের কাছের একটি ও শোয়ার ঘরের জানালার গ্রিল কাটা রয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।