ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে সাংবাদিককে পেটানোর ঘটনায় মামলা, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
ফরিদপুরে সাংবাদিককে পেটানোর ঘটনায় মামলা, আটক ১

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুজাহিদুল ইসলাম নাঈম নামে স্থানীয় এক সাংবাদিককে পেটানোর ঘটনায় থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে মুজাহিদুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলাটি করেন।

মামলা নম্বর-০৩।  

মামলায় আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফারের আপন ছোট ভাই মো. জাপান মোল্যাকে ১ নম্বর আসামি করা হয়েছে। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার ২ নম্বর আসামি পারুল বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।  

মামলা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গায় রাজধানী পরিবহনের কাউন্টারে বাসের টিকিট নিয়ে কাউন্টার মাস্টার জাপান মোল্যার সঙ্গে মুজাহিদের প্রতিবেশী উপজেলার গোপালপুর গ্রামের মোসলেম খানের ছেলে রমিজের ঝামেলা হয়। রমিজ বিষয়টি দৈনিক ঢাকা টাইমস'র নিজস্ব প্রতিবেদক মুজাহিদুল ইসলাম নাঈমের সহযোগিতা চান। মুজাহিদ আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।  

সোমবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মুজাহিদ ঘটনাস্থলে পৌঁছালে শত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে জাপান ও তার সহকারীরা দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে মুজাহিদের ওপর হামলা চালায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্মরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিকেল সাড়ে ৫টায় উন্নত চিকিৎসার জন্য মুজাহিদকে ফরিদপুর মেডিক্যাল থেকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। তার ওপর হামলা চালানো জাপান মোল্যা আলফাডাঙ্গা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমানের ছোট ভাই। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিচতলার ১০১ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।  

আহত সাংবাদিক মুজাহিদুল ইসলাম জানান, হামলার সময় ২ নম্বর আসামি পারুল বেগম তার গলায় ওড়না দিয়ে প্যাঁচ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আসামিরা তাকে মারধর ও পিটিয়ে আহত করে।

আহত মুজাহিদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম বলেন, সহকর্মী মুজাহিদ হামলার ঘটনায় সোমবার (১ আগস্ট) বিকেলে প্রেসক্লাবে তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীরা নিন্দা জানিয়েছেন।  

আগামীকাল বুধবার (৩ আগস্ট) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আসামিদের গ্রেফতার দাবিতে ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, মামলার ২ নম্বর আসামি পারুল বেগমকে গ্রেফতার করে মঙ্গলবার (২ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।