ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
মাদারীপুরে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু

মাদারীপুর: মাদারীপুরে টিসিবি পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির বিভিন্ন পণ্য বিক্রি করা হবে।

সোমবার (১ আগস্ট) সকালে মাদারীপুর পৌরসভা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। কার্যক্রম চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনায়েত হোসেন মৃধা, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুল বাশার টফি, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিব মাহমুদ কাওসারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

প্রথম পর্যায়ে মাদারীপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের চার হাজার ৮৬৮ জন সুবিধাভোগী পরিবারের প্রত্যেককে ৪৪৫ টাকার বিনিময়ে এক কেজি চিনি, দুই কেজি মশুর ডাল, দুই লিটার সয়াবিন তেল ও দুই কেজি পিঁয়াজ বিতরণ করা হবে।

প্রথম দিনে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ৪০০ পরিবারের মধ্যে সরকার নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।