ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুট মিলের শ্রমিকদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
পাওনা পরিশোধের দাবিতে মহসেন জুট মিলের শ্রমিকদের মানববন্ধন

খুলনা: শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন খুলনার শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিকরা।

দাবিগুলো হলো- খুলনার মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা চলতি সপ্তাহের ভেতর পরিশোধ, খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আফিল জুট মিলের শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনাদির হিসাব শ্রম দপ্তরে পাঠানো, শ্রম আইন মোতাবেক শিরোমনি জুট স্পিনার্স মিলের শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধ, সোনালী ও এ্যাজাক্স জুট মিলের শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ছয় দাবি।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সোমবার (১ আগস্ট) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এ সময় বক্তব্য দেন- বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মো. নিজামউদ্দিন, মো. সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মহসেন জুট মিলের বীর মুক্তিযোদ্ধা শ্রমিক ক্বারী আসহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, ইজ্ঞিল কাজী, ইব্রাহীম কাগজী, আমির মুন্সি, বাবুল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলটি একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মালিক পক্ষ কৃত্রিম অর্থ সংকট দেখিয়ে মিলটি ২০১৩ সালের ২৩ জুন থেকে ৩৯০ দিন বেআইনি লেঅফ-এর পরে ২০১৪ সালের ১৭ জুলাই এক নোটিশে সব শ্রমিক-কর্মচারীদের বেআইনিভাবে ছাঁটাই করলেও এ পর্যন্ত শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। বর্তমানে মিলের দালাল সিবিএ নেতাদের নিয়ে মিল মালিক নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আগেও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও শ্রম পরিচালকের নির্দেশ অমান্য করে আসছে, যার মধ্য দিয়ে বর্তমান শ্রমিকবান্ধব সরকারের ভাবমূতি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত। শ্রমিকবান্ধব সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, মুক্তিযোদ্ধাসহ অসহায় শ্রমিকের ওপর জুলুম-নির্যাতনের বিচার ও শাস্তিসহ ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মহসেন, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনার্স, আফিল জুট মিলের শত শত শ্রমিক-কর্মচারী মুক্তিযোদ্ধা ও সাধারণ শ্রমিকের সব পাওনা অতিদ্রুত এককালীন পরিশোধের দাবি জানান।

এছাড়া আগামী ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড় শ্রমিক জনসভা থেকে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।