ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীনগরে ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
নবীনগরে ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সেইসঙ্গে জড়িত পাঁচ জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০১ আগস্ট) দুপুরে কারেন্ট জালগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বাংলানিউজকে জানান, তিতাস নদীতে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার চায়না ম্যাজিক জাল ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়েছে। সেইসঙ্গে পাঁচজন জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরণের অভিযান নিয়মিত চলবে।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কাসেম ও নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।