ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশপুরে বাস থেকে ৫টি স্বর্ণের বারসহ আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
মহেশপুরে বাস থেকে ৫টি স্বর্ণের বারসহ আটক ১ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাসস্ট্যান্ডে একটি বাস থেকে ৫টি স্বর্ণের বারসহ রবিউল হোসেন (৬৮) নামে এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩১ জুলাই) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক।

 

আটক রবিউল হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গুড়দা  গ্রামের বাসিন্দা।

মহেশপুর ৫৮ বিজিবির ওই কর্মকর্তা জানান, বিজিবির বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে এক চোরাকারবারী চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে হাজি ডিলাক্স বাসে করে ঝিনাইদহ হয়ে ঢাকায় যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে খালিশপুর বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে  হাজি ডিলাক্স বাসটি তল্লাশি করে রবিউলকে আটক করে। সেসময় তার কাছ থেকে ৫টি স্বর্ণের বার মোবাইল ফোন, নগদ টাকা জব্দ করা হয়।  

মহেশপুর থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।