ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে নারীসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে নারীসহ ২ মাদকবিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল।

রোববার (৩১ জুলাই) গ্রেফতারকৃতদের আদালতে পাঠিয়েছে পার্বতীপুর জিআরপি থানা।

এর আগে শনিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে স্টেশন চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রামনগর এলাকার রহিমা খাতুন (২৫) ও রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার রানী নগর এলাকার হুমায়ুন কবির (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ৪টি পলি ব্যাগে ৬০৬ গ্রাম হেরোইন, নগদ ৩ হাজার ৬০০ টাকাসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, শনিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দিনাজপুর ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে নামে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ওই দুজনকে আটক করে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল। পরে তাদের পার্বতীপুর জিআরপি থানায় সোপর্দ করলে শনিবার (৩০ জুলাই) দিনগত রাতে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।