ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্যুরিস্ট পুলিশের জমিতে সবজির আবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০২২
ট্যুরিস্ট পুলিশের জমিতে সবজির আবাদ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশের খালি জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়েছে জেলা ট্যুরিস্ট পুলিশ। ইতোমধ্যে জমিটিতে নানা রকমের সবজি ও ফলাদির গাছ লাগানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এ তথ্য জানান জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া।

তিনি জানান, আমাদের জেলা ট্যুরিস্ট পুলিশের জন্য বরাদ্দ দেওয়া জমিটিতে আমরা নানা ধরনের শাক সবজির আবাদ করেছি। এই জমিটিতে মাত্র বালু ফেলা হয়েছে। তাই মাটি শক্ত করতেই এই উদ্যোগ নেওয়া। তাছাড়া আমাদের আইজিপি নির্দেশ দিয়েছেন যেন বাংলাদেশ পুলিশের আওতাধীন কোনো খালি জায়গা যেন অনাবাদি না থাকে। তাই আমরা এখানে নানা ধরনের সবজি লাগিয়েছি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমরা আমাদের জমিটিতে লাল শাক, ডাটা শাক, লাউ শাক, চাল কুমড়াসহ নানা সবজির গাছ লাগানো হয়েছে। এছাড়াও পেছন দিকটাতে কিছু কলা গাছও লাগানো হয়েছে।

বাংলাদেশ সময় : ১০৩৩ ঘণ্টা, ২৯ জুলাই, ২০২২
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।