ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

নিঝুমদ্বীপ সংলগ্ন সাগরে ট্রলার ডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
নিঝুমদ্বীপ সংলগ্ন সাগরে ট্রলার ডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণ বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে "এমভি আয়েশা" নামে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ নিখোঁজ বা হতাহত হননি।

ট্রলারের ১৮ মাঝিমাল্লা ও জেলের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।  

ট্রলারের মালিক খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় প্রচণ্ড জোয়ারের কবলে পড়ে উল্টে গিয়ে ট্রলারটি ডুবে যায়। দ্রুত সময়ের মধ্যে ট্রলারে থাকা মাঝিমাল্লা, জেলেসহ ১৮ জন পাশের অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হন।  

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে নামার বাজার ঘাট থেকে আরও দুটি ট্রলার পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হাতিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।