ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ-কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
বাংলাদেশ-কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

ঢাকা: বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উভয় পক্ষের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়েছে।

ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশের সঙ্গে কেনিয়ার প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠক শেষে দুটি সমঝোতা স্মারক সই হয়। এর একটি হলো নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক। অপরটি দুদেশের কূটনীতিকদের দক্ষতা উন্নয়নে উভয় দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে নিয়মিত যোগাযোগ ও প্রশিক্ষণ।  

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও কেনিয়ার পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা নিজ নিজ পক্ষে সই করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। তিনি বলেন, কেনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে চাই আমরা। উভয় পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। দুদেশের মধ্যে দুটি সমঝোতাও সই হয়েছে।  

কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দ্বিপক্ষীয় ও রাজনৈতিক সম্পর্ক) মই লেমোশিরা বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কেনিয়ায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের সুযোগ নিতে পারেন। দুদেশের মধ্যে আগামী দিনে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।