ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ফের ২৮৭ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
ময়মনসিংহে ফের ২৮৭ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর 

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলায় আবারও ২৮৭ ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আগামী ২১ জুলাই তালিকাভুক্ত ভূমিহীনদের মাঝে এই ঘর হস্থান্তর করা হবে।

 

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১২টায় ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।  

তিনি জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ২৮৭ ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।  

এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।  

এদিকে আগামী জুনের মধ‍্যে ময়মনসিংহ সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করার কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।  

দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে পৃথক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সদর এলাকায় ৫৫টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।  

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জোবায়রা সাথী, সহকারী কমিশনার (ভূমি) ইবনে মিজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।