ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

পীরগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
পীরগঞ্জে পানিতে ডুবে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করনাই গ্রামে নদীর পানিতে ডুবে পায়েল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। মৃত পায়েল ওই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, পায়েল সোমবার দুপুরে ফুপাতো ভাইয়ের সঙ্গে নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বাড়ি ফিরতে সাঁতরে নদী পার হওয়ার সময় তলিয়ে যায় পায়েল। সে সময় সঙ্গে থাকা ফুফাতো ভাই চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করলেও কিশোরের সন্ধান পাননি তারা। তবে সন্ধ্যার দিকে নদীর পানিতে মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম জানান, সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।