ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

মির্জাপুরে মা ও ২ সন্তানকে পিষে মারল বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
মির্জাপুরে মা ও ২ সন্তানকে পিষে মারল বাস প্রতীকী ছবি

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মা ও দুই সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টায় উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার বাশতৈল পশ্চিম পাড়া গ্রামের মাসুম মিয়ার স্ত্রী পারভীন (৩৫) তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই নারী (পারভীন) তার দু’সন্তানকে নিয়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে সাদিয়ার মৃত্যু হয়। আহত হন পারভীন ও ছেলে সুমন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরও মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।