ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলম্বিয়ায় ভূমিধ্বস, স্কুলে ৩ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
কলম্বিয়ায় ভূমিধ্বস, স্কুলে ৩ শিক্ষার্থী নিহত

কলম্বিয়ায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধ্বসে উত্তর-পশ্চিম অঞ্চলের একটি স্কুল ধসে তিন শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) তাপার্তোর পাহাড়ি এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের ধ্বংসস্তূপ খুঁড়ে দুই শিশুকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। মৃত শিশুদের বয়স ছয় বছরের কম।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় স্কুলের ক্যাফেটেরিয়ায় বিশ্রাম নিচ্ছিল শিক্ষার্থীরা। ভূমিধ্বসের শব্দ শুনে সবাই দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। স্কুল ভবন থেকেও শিক্ষার্থীদের বের করে নেওয়া হয়।

আন্দেস শহরের মেয়র কার্লোস অসোরিও বলেন, ১৭ শিশু বেরিয়ে আসতে পেরেছে ঘটনাস্থল থেকে। ভূমিধ্বসের সময় স্কুলে শিক্ষক ও অভিভাবকও ছিলেন। তিন শিশু মারা গেছে, এটা অবশ্যই আমাদের জন্য একটি খারাপ ঘটনা।

চলমি মৌসুমে প্রতি বছরই কলম্বিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময় পাহাড়ি এলাকাগুলোয় অনেক সময় ভূমিধ্বস হয়।

সূত্র : আল জাজিরা।

বাংলাদেশ সময় : ১৭১৬ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।